
কাজিরহাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে সাজা প্রদান
রিফাত, পাবনাঃ
বেড়া উপজেলার কাজির হাট এলাকায় ও ঢালারচর রামনারায়নপুর এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবে ২ জনকে ৫০ হাজার টাকা অর্ওথদণ্ড ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম ।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, খাগড়া বিল রামগর গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে রনি (২৫) ও রামনারায়নপুর গ্রামের পাষান এর ছেলে নুর ইসলাম
বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনরত ২ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
তিনি আরো বলেন, বালু মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।