
সংবাদটুডে সোনাইমুড়ী প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিন রাজ জামিনে মুক্ত
নিজস্ব প্রতিনিধিঃ
সংবাটুডে.কম সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিন রাজ বিভিন্ন গণমাধ্যম এর মাধ্যমে সঠিক তথ্য-উপাত্ত ও আসল সত্য ঘটনা তুলে ধরার মাধ্যমে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
জানা যায় যে, গত ১৫ই অক্টোবর একটি ভুতুড়ে মামলার কথা গোপন রেখে সেনবাগ থানার এএসআই কামাল বলে আপনার সাথে ওসি কথা বলবে আপনে একটু সোনাইমুরী চোরাস্তায় আসেন। আমাদের সিএনজি আছে এখানে, আবার আমরা এসে আপনাকে পৌঁছে দেবো বাসায়।
কোন ব্যক্তির বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা থাকলে সঠিক তথ্য জানার অধিকার ঐ ব্যক্তির থাকে। সঠিক কথা না বলে, সেনবাগ থানার এএসআই কামাল জসিম উদ্দিন রাজকে সেনবাগ থানা নিয়ে যায়।
পরে সেনবাগ থানার (তদন্ত ওসি) মো.হযরত আলী মিলন বলেন, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পরে ১৬ অক্টোবর নোয়াখালীর আদালতে জামিন চাইলে না মঞ্জুর করে, বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ ৪৮ দিন পরে আদালতের সকল ডকুমেন্টস ও প্রমাণাদির মাধ্যমে সাংবাদিক জসিম উদ্দিন রাজ নির্দোষ প্রমাণিত হয় এবং আদালত তাকে মুক্তি দেন।
বরিশাল কোর্টের পিপি ও সাংবাদিক জসিম উদ্দিন রাজ এর আইনজীবী মহসিন মন্টু বলেন, মামলার কাগজপত্রে আমরা দেখেছি ওনার ঠিকানা ভুল, ওনার বাবার নামের জায়গায় অজ্ঞতা ছিল। সব মিলিয়ে সকল ডকুমেন্টস ও তথ্যাদি প্রমাণসহ আমরা আদালতে শো করি।
পরে আদালত তাকে মামলায় নির্দোষ হিসাবে মুক্তি দেয়। এই বিষয়ে জাতীয় থেকে শুরু করে স্থানীয় সাংবাদিকরা লেখালেখির মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর ভবিষ্যতেও কোন সাংবাদিকে এভাবে হয়রানিমূলক মিথ্যা মামলায় না জড়ায় এ আশা এবং প্রত্যাশা ব্যক্ত করেন কলম সৈনিকরা।
স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা বলেন,আমরা শুরু থেকে সকল মিথ্যা মামলার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আছি, এবং থাকবো।