
পাবনায় বাল্যবিয়ে দায়ে বরের ২ মাসের কারাদণ্ড
রিফাত, পাবনাঃ
পাবনা জেলার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে বেঙ্গালিয়া গ্রামে (২১আগস্ট) রাত ৮:৪০ মিনিটের সময় বাল্যবিয়ে বন্ধ করলেন বেড়ার ইউএনও। এ সময় বর শরিফুল ইসলামকে পুলিশ আটক করে।
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত বরকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারা মোতাবেক ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম ।
জানা গেছে, বৃহস্পতিবার বেড়া-সিংহাসন গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে (বর) মো: শরিফুল ইসলাম বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের বেঙ্গালিয়া গ্রামের এক কিশোরীর বিয়ের আয়োজন করে উভয় পরিবার। কিশোরীর বাড়িতে এ বিয়ের আয়োজন চলার সময় বেড়া উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিয়ের অভিযোগ পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিতি হয়ে তাৎক্ষণিক বাল্যবিবাহ বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম বলেন, আইনত বিয়ের বয়স ১৮ বৎসর,বিশেষত মেয়েদের ক্ষেত্রে । বর ও কনে উভয়পক্ষই তাদের ভুল বুঝাতে পেরেছি । বাল্যবিয়ে বন্ধ করে বরের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।