
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে লাকসামে প্রাথমিক শিক্ষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কুমিল্লার লাকসামে প্রাথমিক শিক্ষকদের অবহিত করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ জানুয়ারি লাকসাম উপজেলা কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পিটিআই-এর সুপারিনটেনডেন্ট সঞ্জিত কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান ভূঁঞা, মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ জাহানের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসেবে সকল শিক্ষককে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধ করা জরুরি।
এর মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন গঠন, দুই কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত মোট ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. দেলোয়ার হোসেন মজুমদার বলেন, নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষকদের দক্ষ করে তুলতে এক সপ্তাহের মধ্যেই সাবকাস্টার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এ বিষয়ে সকল শিক্ষককে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপজেলার দুইজন প্রধান শিক্ষক উমা ঘোষ ও আহসান হাবিব কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেনসহ উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।