
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ ও খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
আজ ১৫ সেপ্টেম্বর সোমবার কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ একাদশ শ্রেনীর প্রথম বর্ষের ও খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিমের প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস আনন্দ মুখর অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এরশাদ ডিগ্রী কলেজ-উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সচিবালয়ের যুগ্ম সচিব ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল হাসান রিপন।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন খান এবং পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক সুমন মিত্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমিক) মুহাম্মদ আব্দুল কাদের, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান, কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন, কলেজ কমিটির বিদ্যোসাহী সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের।
আরও বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল হালিম খান, অভিভাবক সদস্য ইসমাইল হোসেন নয়ন, মোঃ মেজবাউল হক খান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম, মোঃ রেজাউল হক, মাহাবুবা ইয়াসমিন প্রমূখ।
এসময় নবাগত একাদশ শ্রেনীর সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসা-বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া ইসলামিয়া ফাযিল মাদরাসায় ২০২৫—২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী দের উদ্বোধনী ক্লাস ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রভাষক মো: নুরে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির অন্যতম সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম,,সহকারী অধ্যাপক মাওলানা মোসলেহ উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাসউদ জামিল, মাওলানা মনির হোসেন প্রমুখ।
নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৃন্দ।