বাগমারা ব্র্যাকের উদ্যোগে কাপল ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

অর্থনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

বাগমারা ব্র্যাকের উদ্যোগে কাপল ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

 ইমরান ইসলাম, নওগাঁঃ
রাজশাহীর বাগমারা উপজেলার দিনব্যাপী কাপল ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগমারা ব্র্যাক শাখা অফিসের উদ্যোগে কাপল ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার মোঃ সামাউল ইসলাম, (সেলপ্) অফিসার মোসাঃ আফরোজা আইরিন, কমিউনিটি অর্গানাইজার মোঃ ইলিয়াস হোসেন ও দাম্পত্য জীবনে কলহের অবসান ঘটিয়ে সংসার জীবনে ফিরে এসেছে এমন কয়েকজন স্বামী-স্ত্রী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সংসার জীবনে কোন সমস্যা হলে কিভাবে দুজনে মিলে সমাধান করবে। সংসার জীবনে স্বামী ও স্ত্রীর রাগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা করা হয়। ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে উত্তেজিত না হয়ে স্থির ভাবে বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে।
দুজন দুজনকে সম্মান দিতে হবে। কোন সমস্যা হলে বাড়ির বড়দের সাথে আলোচনা করা।
তড়িঘড়ি করে ভুল কোন সিদ্ধান্ত না নেয়া। একটা ভুল সিদ্ধান্ত জীবনে অনেক বড় বিপদ আনতে পারে,  তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। আলোচনা শেষে শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করানো হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *