
লাকসামে ইসলামী ফ্রেন্টের
কাউন্সিল অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
৪ টা অক্টোবর শনিবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট লাকসাম উপজেলা শাখারন কাউন্সিল অধিবেশন লাকসাম শহরের উত্তর পশ্চিমগাঁও কাজীপাড়া কাদেরিয়া হাফেজিয়া সুন্নীয়া মাদ্রাসা কমপ্লেক্স অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট লাকসাম উপজেলা শাখার সভাপতি মাওলানা রবিউল হোসাইন হেলালীর সভাপতিত্বে আয়োজিত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক খ্যাতি সম্পূণ ইসলামিক বক্তা হযরত মাওলানা আবু সুফিয়ান খাঁন আবেদী আল-কাদেরী।
বিশেষ বক্তা ছিলেন-ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ।
কাউন্সিল উদ্ভোধন করেন, অধ্যক্ষ মাওলানা মুফতি এম, এ, তাহের।
কাউন্সিল পূর্বে বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম আকবরী,প্রচার সম্পাদক মোঃ মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা হেলান উদ্দীন, বাকই দরবার শরীফের পীর মাওলানা আবদুল বারী ছাহেব, জালালীয়া দরবার শরীফের ছাহেবজাদা মাওলানা মোয়াজ্জেম হোসেন জালালী, মাওলানা জাফর আহমেদ, সাবেক ছাত্রনেতা ডা. এইছ,এম, মাসুক, মাওলানা ইসমাইল শেখ প্রমুখ।
সম্মেলনে দ্বিতীয় পর্বে মাওলানা রবিউল হোসাইন হেলালীকে সভাপতি, অধ্যাপক মাওলানা হেলাল উদ্দীন সাধারণ সম্পাদক ও মাওলানা জাফর আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট লাকসাম উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কমিটি ঘোষণা করা হয়েছে।