পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শশুর আটক

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে

শশুর আটক

লালমাই প্রতিনিধিঃ
লালমাইয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মেয়ের শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামে।
আটককৃত আবদুল মান্নান ওরফে মনু কাজী (৬০) উত্তর ভাটরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার, ১৯ আগস্ট,২০২৫ রাত অনুমান ১০টার দিকে বাজার থেকে পুত্রবধূর জন্য ঘুমের ঔষধ মেশানো বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে শ্বশুর। পুত্রবধূ ওই বিরিয়ানি না খেয়ে তার ৬ বছরের সন্তানকে খাওয়ালে ১০ মিনিটের মধ্যে সন্তান ঘুমিয়ে পড়ে।
কিছুক্ষণ পর শ্বশুর ওই পুত্রবধূর ঘরে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী মেয়ের মা বকুল আক্তার বলেন, সাত বছর পূর্বে আমার মেয়ের সাথে ভাটরা গ্রামের সৌদি প্রবাসী রবিউল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একজন পুত্র সন্তান আসে।
মেয়ের স্বামী প্রবাসে থাকার সুযোগে মেয়ের শ্বশুর তাকে ধর্ষণ করে। তাই মেয়ের স্বামীর পরামর্শে মামলা করেছি৷ এখন এ ঘটনার উপর্যুক্ত বিচার চাই।
এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে স্থানীয় জনতা মনু কাজীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। পূর্বেও তার বিরুদ্ধে এমন অনেক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
মামলার প্রক্রিয়া চলমান। আগামীকাল আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

https://www.sangbadtoday.com/?p=2347


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *