
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায়
২ নারী শ্রমিক নিহত !
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওপাড়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে আরও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন মিরপুর পৌরসভার যোগিপোল এলাকার নান্নু বিশ্বাসের স্ত্রী লতিফা বেগম (৬৫) এবং পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী বিউটি বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই রাতে এইচ অ্যান্ড এস গ্লাস ফ্যাক্টরিতে কাজের উদ্দেশ্যে ব্যাটারিচালিত ভ্যানে করে যাচ্ছিলেন তারা।
পথে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভ্যানযাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বিউটি বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লতিফাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি শনাক্তে অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।