
লালমাইতে দুই ভাটা উচ্ছেদ-৪ লক্ষ টাকা জরিমানা
লালমাই প্রতিনিধিঃ
২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে উপজেলা প্রশাসন, লালমাই, কুমিল্লার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে লালমাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) ও ১৮(২) অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত থাকার কারণে দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়।

এই সময় দত্তপুর এলাকায় অবস্থিত আবুল কাশেম চেয়ারম্যানের মালিকানাধীন মেসার্স এ কে ব্রিকস নামক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়। একইসঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কিলন (চুল্লি) ভেঙে ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া উপজেলার অলিশ্বর এলাকায় অবস্থিত মেসার্স এমরান ব্রিকস নামক ইটভাটায়ও মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা ধার্য ও নগদ আদায় করা হয়।
এ ভাটার ক্ষেত্রেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন শাহীন আক্তার শিফা সহকারী কমিশনার (ভূমি) লালমাই উপজেলা।
প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ এবং পরিদর্শক জোবায়ের হোসেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট মোঃ শফিকুল ইসলাম ও হিসাবরক্ষক মোঃ তোফায়েল মজুমদার।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী ও লালমাই থানা পুলিশ।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে তাদের আওতাধীন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।