
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে
৮৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৮৭ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
তিনি জানান, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে (২৩ ডিসেম্বর) মঙ্গলবার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাজ খান-এর উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।
টাস্কফোর্সটি ওইদিন সন্ধ্যা ৬টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশন, সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির পাহাড়পুর এলাকা, চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিওপির রাঙ্গামাটি এলাকা ও আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের কামারখা জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৮৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।