
লাকসাম মুদাফরগঞ্জ উত্তর প্রবাসী ফোরামের আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ওমর ফারুক, লাকসামঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মুদাফরগঞ্জ উত্তর প্রবাসী ফোরামের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট পাশাপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আবুল কালাম।
দোয়া শেষে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর জন্য শান্তি-সমৃদ্ধি কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান দুলাল, মুদাফরগঞ্জ উত্তর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ এমরান খোকন, সদস্য সচিব আবুল কাশেম খাদ্দাফি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দেশের জনগণের কল্যাণ এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।