লাকসাম প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসাম প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধিঃ
গৌরব, ঐতিহ্য আর সাফল্যের আজ শুক্রবার বিকেলে লাকসাম প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
লাকসাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ফারুক আল শারাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, লাকসাম প্রেসক্লাবের উপদেষ্টা এম এস দোহা।
লাকসাম প্রেসক্লাবের সংগঠন সম্পাদক মিজানুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, লাকসাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক চন্দন সাহা, নাঙ্গলকোট প্রেসক্লাবের নির্বাহী সদস্য শোরাব হোসেন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরাসহ লাকসাম প্রেসক্লাব ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহফিল শেষে কেক কাটার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লাকসাম উপজেলা নিবার্হী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, আয়না যেমন মানুষকে পরিপাটি করে ঠিক তেমনি সংবাদ মাধ্যমও সমাজের আয়না। তাই আপনারা সমাজ বদলাতে কাজ করবেন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিকতা যাচাই করবেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *