
গঙ্গাচড়ায় ক্যান্সারে আক্রান্ত মৃত হিন্দু
পরিবারের পাশে জামায়াত নেতা
মজমুল হক, রংপুরঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী বিন্নাগাড়ী এলাকার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৩৫ বছর বয়সী মন্টু চন্দ্রের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ রায়হান সিরাজী।
আজ ( ১৬ অক্টোবর) বৃহস্পতিবার স্থানীয় জামায়াতের দায়িত্বশীলদের দেওয়া সংবাদের ভিত্তিতে তিনি সরেজমিনে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।
আরো পড়ুনঃ
এ সময় তিনি পরিবারটির সহযোগিতায় একটি ছাগল উপহার দেন, যা তাদের আর্থিকভাবে সাবলম্বী করার উদ্দেশ্যে প্রদান করা হয়। পাশাপাশি এক বস্তা চাল ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন পরিবারের হাতে।
তিনি স্থানীয় নেতৃবৃন্দকে মন্টু চন্দ্রের পরিবারের পাশে দীর্ঘমেয়াদে সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
এসময় রায়হান সিরাজীর সঙ্গে উপস্থিত ছিল গঙ্গাচড়া উপজেলা আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, ওলামা বিভাগ সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা রোকনউজ্জামান, আলমবিদিতর ইউনিয়ন আমীর মাওলানা সামিউল ইসলাম, জামায়াত নেতা আবদুল মান্নান, সমাজসেবক আলহাজ্ব শামসুল আলম প্রমুখ।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য রায়হান সিরাজী ও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।