
গৌরীপুরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ অনুষ্ঠিত
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক বিশেষ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) সকাল ৯টায় গৌরীপুর অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমীন পাপ্পা।
এ আয়োজনটি জাতীয় পর্যায়ে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শুরু হয়। উপজেলা পর্যায়ে গৌরীপুরেও একযোগে এই শপথ গ্রহণ অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজফুজ ইবনে আইয়ুব, গৌরীপুর প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, বিশিষ্ট চিকিৎসক ডা. রাজেন্দ্র দেবনাথ, সাংবাদিক, শিক্ষক, ইমাম, নারী প্রতিনিধি, কিশোর-কিশোরী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানটি আয়োজন ও সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি, মূল্যবোধের বিকাশ এবং সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
https://www.sangbadtoday.com/%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be/