
কুমিল্লা-৫ আসনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
রোববার ছিল এয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়।
কুমিল্লা-৫( বুড়িচং-ব্
কুমিল্লা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রেজা হাসানের নিকট প্রথমে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
পরে বুড়িচং উপজেলার রিটার্নিং অফিসার মোঃ তানভীর হোসেনের নিকট এবং ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহমুদা জাহানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সহসভাপতি এডভোকেট মোঃ ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী।
কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী তার মনোনয়ন পত্র দাখিল করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির এবং ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহমুদা জাহান এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন এডভোকেট ডক্টর মুহাম্মদ মোবারক হোসেন।
এসময় উপস্থিত জেলা আমির অধ্যাপক মোঃ আব্দুল মতিন, জেলা নায়েবে আমির আসন পরিচালক আলমগীর হোসেন সরকার, আসন সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, এডভোকেট সাইফুল আলম।
অপর দিকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার রেজা হাসানের নিকট আমার বাংলাদেশ ( এবি পার্টির) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার যোবায়ের হাসান ভূইয়া।
অন্যদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আল কাফি।
অপরদিকে আর দুই জন জেলা রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন এরা হলো জে এস ডি পার্টি র শিরিন আক্তার এবং ইসলাম আন্দোলন এর একজন প্রার্থী তার নাম জানা যায়নি।