
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছার্ত্রী নিহত-বিচার দাবীতে সড়ক অবরোধ
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:
প্রতিদিনের মত মাদরাসা শেষে বাড়ী যাওয়ার উদ্দেশ্যে এক বান্ধবিকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন ফাতেমা আক্তার। কিন্তু বাড়ী তো যাওয়া হলো না তার। মাথা একদিকে আর নিথর দেহ পড়ে আছে সড়কের আরেক দিকে।
লক্ষ্মীপুরের রায়পুরে আঞ্চলিক মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাখালিয়া মাদরাসার সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী।
এঘটনায় ৩টা থেকে-৪ টা পর্যন্ত বিচারের দাবিতে রাখালিয়া গ্রামবাসী ও নিহতের স্বজনরা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেন।
পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করলে যানচলাচল সাভাবিক হয়।
নিহতের নাম ফাতেমা আক্তার (১৪)। সে দালালবাজার ইউপির মন্দার বাড়ীর প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে।
আহত হয়েছেন নিহতের বান্ধবী একই শ্রেণীর হালিমা আক্তার (১৪)। তিনি একই বিভাগের শিক্ষার্থী।
শনিবার (২৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ওপরে রাখালিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে।
শুক্রবার সন্ধায় রায়পুর ও লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া গ্রামে কভারভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হয়।
এসময় সালেহা বেগম নামের এক নারীকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে নিহত হন। এসময় সিএনজি যাত্রী এক নারীসহ ৪ জন আহত হয়।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদরাসা ছুটির পর মৃত ফাতেমা তার বান্ধবীকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন।
এসময় সেখানে বেপরোয়া গতিতে লক্ষ্মীপুর থেকে রায়পুরে ছেড়ে আসা আনন্দ পরিবহন চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফাতেমার মাথা বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে যায় তার দেহ।
এসময় অন্য শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে সেখান থেকে আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।” তিনি জানান, ফাতেমা আক্তার মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় চালককে আটক এবং আনন্দ পরিবহনটি জব্দ করা হয়েছে থানায়। নিহতের স্বজন মাসুদ হোসেন বলেন, “মাদরাসা ছুটি পর মহাসড়ক পার হচ্ছিল ফাতেমাসহ এক বান্ধবি।
খবর পান সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ফাতেমা। সদর হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।” তিনি আরো বলেন, “আনন্দ পরিবহন সবসময় তাদের সিডিউল অনুযায়ী সময় বাঁচানোর জন্য দালালবাজারের পরেই রায়পুরের উদ্দেশ্য বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে আসছে গত কয়েকবছর ।” এভাবে তারা অনেক মানুষের জীবন নেয়। আমরা দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, শনিবার দুপুরে ছুটি শেষে রাখালিয়া গ্রামে মহাসড়ক পাড় হতে গিয়ে এক মাদরাসা ছাত্রী নিহত ওএক ছাত্রী আহত হয়।
শুক্রবারও সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪জন আহত হয়। সঠিক বিচারের আশ্বস্ত করলে মানুষ সড়ক অবরোধ তুলে নেয়। চালক ও গাড়ী আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন।
লালমাইতে পুনর্জাগরণ উপলক্ষে সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত