ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ আ’লীগের ৮ নেতা-কর্মী আটক

আইন আদালত জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময়

নিষিদ্ধ আ’লীগের ৮ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিনিধিঃ

ধানমন্ডিতে ঝটিকা মিছিল পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন—ঃ

২। আব্দুল্লা বিন আজিজ (২৩), ওয়ারী থানার ৩৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।

৩। মোঃ রায়হান ওরফে পলিন (২৮), লালবাগ থানার স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় কর্মী।

৪। মোঃ শাহাদাৎ নবী খোকা (৪২), পল্টন থানার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য।

৫। মোঃ আমিনুর রহমান মানিক (৩০), শেরেবাংলা নগর থানার ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

৬। মোঃ জামিল হোসেন পলাশ (৫৮), কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

৭। মোঃ গোলাম মোস্তফা (৫০), শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগের সেক্রেটারি।

৮। কারার শাহরিয়ার আহমদ (৪১), নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান।

আরো পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরো ৩০ বাংলাদেশি

 

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) ভোররাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। রাত আনুমানিক ৪টায় ধানমন্ডি থেকে সজীবুল ইসলাম হৃদয়কে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গ্রেফতার করে। সকাল ৭টায় ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লা বিন আজিজকে আটক করা হয়।

একই দিনে রাত ৮টা ৩০ মিনিটে লালবাগ থেকে রায়হান ওরফে পলিনকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ। রাত ১টা ৩০ মিনিটে ডিবি-সাইবার বিভাগ পল্টনে অভিযান চালিয়ে শাহাদাৎ নবী খোকাকে আটক করে।

এর আগে রাত ১১টা ২০ মিনিটে শেরেবাংলা নগর এলাকা থেকে আমিনুর রহমান মানিককে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। রাত ৩টায় ধানমন্ডি থেকে জামিল হোসেন পলাশকেও আটক করা হয়।

একই রাত ১১টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে আটক করে ডিবি গুলশান বিভাগ। পরিশেষে রাত ১টা ৩০ মিনিটে উত্তরা থেকে কারার শাহরিয়ার আহমদকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম।

ডিবির দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। বর্তমানে গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *