
সোনাইমুড়ী উপজেলা ও পৌর
বিএনপির আহবায়ক কমিটি গঠন
জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সোনাইমুড়ী উপজেলা ও সোনাইমুড়ী পৌরসভা বিএনপি’র আহ্বায়ক কমিটি গত রাতে অনুমোদন দেয় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব মো.হারুনুর রশিদ আজাদ লিখিত ভাবে এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন দিদার হোসেন দিদার ও সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কুতুব উদ্দিন সানি।
অপরদিকে সোনাইমুড়ী পৌর বিএনপি’র আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোতাহের হোসেন মানিক ও সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ রেজায়ে রাব্বী মাহবুব।
৫৬ জন বিশিষ্ট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ও পৌর বিএনপির ৩৮ জন বিশিষ্ট কমিটি অনুমোদন পায়।
উল্লেখ্য, কমিটি অনুমোদন ঘোষণা পত্রের পর থেকে নেতাকর্মীদের মাঝে বেশ উৎফুল্ল পরিবেশ বিরাজ করছে এবং আগামী দিনগুলোতে যাতে প্রতিটি পদক্ষেপে এ আহ্বায়ক কমিটির অন্তর্গতরা বিশেষ ভূমিকার রাখতে পারে এ আহ্বান জানান তৃণমূলের নেতাকর্মীরা।