আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত !

আইন আদালত চট্টগ্রাম দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

আমতলীতে বাঁশ কাটতে গিয়ে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত !

মোঃ রিপন মুন্সী, বরগুনাঃ

বাঁশ কাটতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে জয়নাল সিকদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার খাকদান গ্রামে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে।

জানা গেছে, উপজেলার খাকদান গ্রামের বৃদ্ধ জয়নাল সিকদার মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তার বাঁশ ঝাড়ের একটি বাঁশ কাটছিল।

ওই কাটা বাঁশটি সড়কের পাশে থাকা বিদ্যুৎ লাইনের তাঁরের ওপর পড়ে যায়। লাইন থেকে বাঁশ নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আরো পড়ুনঃ

সোনাইমুড়ী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, বৃদ্ধ জয়নুল সিকদার সড়কের পাশে বিদ্যুৎ লাইনের ওপরে পড়ে যাওয়া বাঁশ নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বিষয়টি জেনেছি। নিহতের মরদেহ পরিবারকে হাসপাতালে আনতে নির্দেশ দেয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারন নিশ্চিত করলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *