
ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল
চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মনোহরপুর এলাকার একটি বাড়ি থেকে মোটরসাইকেল ও মোবাইল চুরির অভিযোগে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর উত্তরপাড়ার ছায়েদ আলী বেপারি বাড়ির আব্দুল মালেক মিয়ার বসতঘর থেকে একটি হিন খুদে মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ ইয়ামিন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১০, তারিখ ০৫/০৯/২৫, ধারা ৪৫৭/৩৮০)।
আরো পড়ুনঃ
ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) ও ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই রতন কুমার মল্লিক অভিযান পরিচালনা করে।
স্থানীয় জনগণের সহায়তায় কংশনগর এলাকা থেকে প্রথমে বাদীর চুরি হওয়া মোটরসাইকেলসহ আসামি ডালপার গ্রামের জজু মিয়ার ছেলে রাকিব মিয়াকে গ্রেফতার করা হয়।
রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে কুমিল্লার নিশ্চিন্তপুর এলাকা থেকে চক্রের আরও দুই সদস্য কুমিল্লা উত্তর চর্থা এলাকার জলফু মিয়ার ছেলে সাব্বির হোসেন ও মনোহরপুর এলাকার জাহাঙ্গীর আলম ভূঁইয়ার ছেলে চোর চক্রের প্রধান মোজাম্মেল দিপুকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিপু মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের নাম স্বীকার করেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।