গজারিয়া বিষ দিয়ে নারীর ৫২ হাঁস মেরে ফেললো দূর্বত্তরা

অর্থনীতি আইন আদালত ঢাকা সারাদেশ
শেয়ার করুন....,

গজারিয়া বিষ দিয়ে নারীর

৫২ হাঁস মেরে ফেললো দূর্বত্তরা

ওসমান গনি, গজারিয়াঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা এক খামারির ৫৩টি হাঁস বিষ প্রয়োগে মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

এতে ওই খামারির প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় (নয়াকান্দি) গ্রামে এ ঘটনা ঘটেছে।

এদিকে হাঁসের এমন মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন খামারি নুরুনেছf বেগম। তবে কে, বা কারা হাঁসগুলোকে বিষ প্রয়োগ করেছে তা জানাতে পাারেননি তিনি।

নিয়ামতপুরে পূজায় বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৪

 

এলাকায় বেশ কয়েকজনের সঙ্গে তাদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে বলে জানান ভুক্তভোগী ওই নারী। তাদেরই কেই এমনটি করতে পারেন বলে সন্দেহ করছেন নুরুনেছা ।

প্রতিদিন হাঁস চড়াতেন এবং খাবার দিতেন নুরনেছা ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালেও খামার থেকে হাঁস চড়াতে যান তিনি। গিয়ে দেখেন ৫৩ টি হাঁসই মৃত অবস্থায় পরে রয়েছে। এ ঘটনায় গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

এদিকে বিষ প্রয়োগে হাঁসের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে গত ৭মাস ধরে ১০০টি হাঁস পালন করছে ওই পরিবারটি।

এরই মধ্যে ৫৩টি মেরে ফেললো দূর্বত্তরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খামারি নুরুনেছা বেগম।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, অভিযোগ পেয়েছি। বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *