লালমাইতে যমুনা ব্যাংক পিএলসি এজেন্ট আউটলেট ও এটিএম বুথ উদ্বোধন

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লালমাইতে যমুনা ব্যাংক পিএলসি এজেন্ট আউটলেট ও এটিএম বুথ উদ্বোধন

লালমাই প্রতিনিধিঃ

কুমিল্লার লালমাইয়ে স্মার্ট ব্যাংকিং সুবিধা নিয়ে লাকসাম শাখার আওতাধীন যমুনা ব্যাংক পিএলসি’র ৫৮তম এজেন্ট আউটলেট এবং ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর বাজার চৌরাস্তা আউয়াল কমপ্লেক্সের নিচ তলায় প্রধান অতিথি হিসেবে আউটলেটের শুভ উদ্বোধন করেন যমুনা ব্যাংক পিএলসি লাকসাম শাখার ব্যবস্থাপক আলীম উল্লাহ।

হরিশ্চর বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহজাহানের সভাপতিত্বে এবং হাবিবুল্লাহ মিসবাহ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যমুনা ব্যাংক পিএলসি’র বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা মো. সাইফুদ্দিন, যমুনা ব্যাংক পিএলসি নাথেরপেটুয়া শাখার ব্যবস্থাপক তানভীর আহমেদ, যমুনা ব্যাংক পিএলসি বিজরা বাজার শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন, হরিশ্চর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী সামছুল আরেফিন শাহীন, আউয়াল শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ডা. মুজাহিদুল ইসলাম শামীম, আল মিনা ডেভেলপারর্সের পরিচালক সাইফুল ইসলাম, হরিশ্চর বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুবেল হোসেন, যমুনা ব্যাংক পিএলসি হরিশ্চর বাজার এজেন্ট আউটলেটের মার্কেটিং ম্যানেজার গোলাম রাব্বানী, আউটলেটের প্রতিনিধি মাহমুদা আক্তার-সহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, বাজার ব্যবসায়ী ও গ্রাহকগণ।

এ-সময় প্রধান অতিথির বক্তব্যে আলীম উল্লাহ বলেন, যমুনা ব্যাংক সারাদেশে অত্যন্ত সুনাম এবং বিশ্বস্ততার সাথে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। সেই কারণে আজকের দিনে যমুনা ব্যাংক সবখানে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

 

এ অঞ্চলের মানুষদের নিরাপদ আর্থিক লেনদেনের কথা চিন্তা করে আমরা হরিশ্চর বাজারে এজেন্ট আউটলেটের পাশাপাশি এটিএম বুথ চালু করেছি।

আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে এখানে একসময় যমুনা ব্যাংক পিএলসির শাখাও চালু হবে।

 

আগামী এক মাসের মধ্যে এখানে স্বয়ংক্রিয়ভাবে টাকা জমা দিতে ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) স্থাপন করা হবে, যাতে আপনারা দিন-রাত যেকোনো সময়ে এসে এখানে টাকা জমা রাখতে পারেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *