গৌরীপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, গৌরীপুরঃ

গৌরীপুর পৌরসভার সভা কক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। সঞ্চালনায় ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মদন দাস।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন—পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, সদস্য সচিব সুজিত দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহ্‌বুবুল আলম ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, জামায়াতে ইসলামের পৌর শাখার সভাপতি আব্দুর নুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুফ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক শহীদুল ইসলাম, শ্রমিকদল নেতা মানিক মিয়া, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইউসুফ আলী, উপজেলা ধান-পাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আহাম্মদ, পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অমল দাস, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামছুদ্দিন, সিনিয়র সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আনোয়ারুল ইসলাম, বিএনসি যুগ্ম আহ্বায়ক আশিক পাঠানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা অপরিহার্য।

 

এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *