
সোনাইমুড়ীতে এক পরিবারের
মাথায় চিন্তার বাজ
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ২নং নদোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কালুয়াই গ্রামের দেওয়ান বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে জামাল উদ্দিন বেশ কিছুদিন যাবত থেকে অসুস্থ।
সংসারে একমাত্র উপার্জন কারী ব্যক্তিটি অসুস্থ হওয়ার কারণে পরিবারটির মাথায় চিন্তার বাজ পড়েছে।
জানা গেছে, দিনমজুর মোহাম্মদ জামাল উদ্দিন (৪২) গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু কিছুদিন পূর্বে সে গাছ থেকে পড়ে গিয়ে, তার ডান পায়ের একটা অংশ ভেঙে যায়।
ফলে সে কাজের সক্ষমতা হারিয়ে ফেলে এবং বর্তমানে সে তার চিকিৎসার খরচ, ফ্যামিলি চালাতে হিমশিম খাচ্ছে। তার চাচাতো ভাই মোশারফ বলেন,যদি কোন হৃদয়বান ব্যক্তি আমাদের জামাল উদ্দিনকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে, জামাল উদ্দিন এবং তার পুরো পরিবার কিছুটা হলেও উপকৃত হবে।
মোশারফ আরো বলেন, এ পর্যন্ত তাকে চিকিৎসা করানোর জন্য ঢাকা দুই বার নেওয়া হয়েছে। তাই সমাজের বিত্তবান যারা আছে, তারা এগিয়ে আসলে বাঁচবে একটা জীবন, বাঁচবে একটা পরিবার।
জামাল উদ্দিনের মা বলেন,আমি আমার ছেলে জামাল উদ্দিনকে সবার কাছ থেকে সাহায্যে সহযোগিতা নিয়ে এ পর্যন্ত চিকিৎসার খরচ চালিয়ে আসছি। তাই আমি মা হিসেবে বলি, আমার ছেলেকে হায়াত দেওয়ার মালিক আল্লাহ।দেশ-বিদেশের মানুষগুলো যদি, কিছুটা আমাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
জামাল উদ্দিন বলেন, আপনারা আপনাদের সবার অবস্থান থেকে আমাকে আর্থিকভাবে একটু সাহায্য সহযোগিতা করেন।
https://www.sangbadtoday.com/?p=2446