
গোপালপুরে জেলা ফারিয়ার
সাংগঠনিক সফর উদ্বোধন
বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইলঃ
টাঙ্গাইল জেলা ফারিয়ার সাংগঠনিক সফর-২০২৫ গোপালপুর উপজেলা মডেল ফারিয়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
১৪ জুলাই সোমবার উপজেলা ফারিয়ার সভাপতি শাহানূর আহম্মেদ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার আহবায়ক মো: হাবিবুর রহমান হাবিব।
উপজেলা ফারিয়ার সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সম্পাদক ও জেলা সদর ফারিয়ার সভাপতি মো: সিরাজুল ইসলাম, জেলা ফারিয়ার সভাপতি মো: আনিছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো: মেহেদী হাসান, সম্পাদক মো: নাসিমুজ্জামান রিপন, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, উপজেলা ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মো: হান্নান মিয়া ও সদস্য খায়রুল বাসার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা চাকরির নিশ্চয়তা, সরকারি ছুটি প্রাপ্তি, মোটরসাইকেল ব্যবহারে পুলিশি হয়রানি বন্ধ, কাজের পরিধি ৮ ঘন্টা নির্ধারণ, অতিরিক্ত টার্গেট ও ইনসেন্টিভ বৈষম্য দুরিকরণের জোর দাবি জানান।