
লালমাইতে এসিআই সোনালীকা মোটরসের বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা
লালমাই প্রতিনিধিঃ
মঙ্গলবার (১৪ অক্টোবর) কুমিল্লার লালমাই উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে দুপুরে সোনালীকা ডে উৎসবে এসিআই মোটরসের বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার তানজির আলম রিদয়, ডেপুটি এরিয়া ম্যানেজার আব্দুলাহ আল মামুন, ডিলার এসি আই মোটর শ্রী মোহন চন্দ্র সরকার, রিকোভারি টেরিটোরি মাহবুব আলম, টেরিটোরি ম্যানেজার (সার্ভিস) মো.আলমগীরসহ ট্রাকটর মালিক, ড্রাইভার।
এছাড়াও কোম্পানির বিভিন্ন মোটর পার্টস, নতুন মোটরসাইকেল প্রদর্শনী ও বিক্রয়ও করা হয়।