বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক-২

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক-২

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

রোববার কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-বাগড়া সড়কের উপজেলার ফকির বাজার জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক চৌধুরী জানান ৩ আগষ্ট রোববার সকাল সাড়ে ৯ টায় বুড়িচং থানার এস আই রাকিবুল হাছান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

আভিযানিক দলটি কুমিল্লা-বাগড়া সড়কের বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ফকির বাজার জামে মসজিদের সামনে দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করে এবং ওই দুই ব্যক্তিকে আটক করে।

আটককৃতরা হল উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর কালিকৃষ্ণনগর আদর্শ গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ  হৃদয় (২১) অপর জন হল একই গ্রামের মৃত রোসমত আলীর ছেলে মোঃ রিয়াদ হোসেন (২০)।

এঘটনায় রোববার দুপুরে বুড়িচং থানা পুলিশ তাদের বিরুদ্ধে একটি মাদক আইনে একটি মামলা দায়ের করে এবং পুলিশ আটককৃতদের কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *