
রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার ইন্তেকাল !
হুজায়ফা হিজল, রায়গঞ্জঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলার নায়েবে আমির, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সম্মানিত আহবায়ক ও ধানগড়া মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কালাম বিশ্বাস সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও ইসলামী আন্দোলনের এক নিবেদিতপ্রাণ কর্মী।
মরহুমের জানাজা ও দাফন আগামীকাল সকাল ১১টায় ১৬ মাইল কবরস্থান মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দিন — এই দোয়া করছেন এলাকাবাসী।