লাকসামে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

লাকসাম প্রতিনিধিঃ

এমপিওভুক্ত শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া, ১৫’শ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা এবং সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবীতে আজ রোববার কুমিল্লার লাকসামে উপজেলার বিভিন্ন হাইস্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
করেন।

লাকসাম উপজেলা পরিষদ চত্বরে ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও মানববন্ধন কমিটির আহবায়ক মাও. ইয়াছিন মজুমদারের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাও. আমিনুল ইসলাম, লাকসাম উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রীস মিয়া,

উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ও
গনউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিত চন্দ্র দাস, নওয়াব ফয়জুন্নছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি কালাম হোসেন হেলাল, বড়বাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ওয়াহিদুল আলম, বিজরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আমিনুল ইসলাম, মুদাফরগঞ্জ এ ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবদুল ওয়াদুদ, ছিলোইন ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ এফ এম মোজাম্মেল, পেছরা দাখিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) সুপার মো: মাসুম বিল্লাহ, তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান, এম এ বারী জেহাদীয়া মুজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসা সুপার মাও. এমদাদুল হক জেহাদী, আল আমিন ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক আসলাম মিয়া প্রমুখ।

শিক্ষকরা বক্তব্যে বলেন, বিশ্বের কোথায়ও এ রকম বৈষম্য নেই যা আমাদের সাথে করা হচ্ছে। আমরা যাদেরকে লেখাপড়া শিখিয়েছি তারাই আজ আমাদেরকে অবহেলা করছেন। দাবী নিয়ে রাস্তায় নেমেছি দাবী আদায় করা ছাড়া ঘরে ফিরবো না। যত দিন দাবী আদায় না হবে ততদিন বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখার ঘোষণা করেন। আমরা আমাদের যথাযথ মর্যাদায় চাই।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *