
পোরশায় রোড ও দোকান
ডাকাতির ৪ আসামি গ্রেফতার
ইসমাইল হোসেন, পোরশাঃ
সারাইগাছি আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড়ে দুর্ধর্ষ চাঞ্চল্যকর বাস ডাকাতি ও বেজোড়া মোড়ের ১৯ টি দোকান ঘর ডাকাতি মামলার চার আসামী গ্রেফতার ও আদালতে প্রেরণ।
গতকাল পোরশা থানা পুলিশ তদন্ত ও গোপন সংবাদ এর ভিত্তিতে বেজড়া মোড়ের দোকান ঘর ডাকাতী মামলাযর ৩ জনকে এবং গাছ কেটে বাস ডাকাতি মামলার ১জন আসামিকে গ্রেফতার করেন।
আরো পড়ুনঃ
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ কামরুল ইসলাম (৪৭) ,পিতা মফিজ উদ্দিন, গ্রাম তেঘরিয়া, থানা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ, মোফাজ্জল (৪৩), পিতা মৃত সাইফুদ্দিন, গ্রাম জাফরপুর, থানা পোরশা, জেলা নওগাঁ, মোঃ রুবেল (২৭), পিতা মৃত মফিজ উদ্দিন, গ্রাম হাটিয়া পাড়া, থানা মাটিরাঙ্গা, জেলা খাগড়াছড়ি, (বর্তমান ঠিকানা শ্বশুড় আনোয়ার হোসেন, গ্রাম বিপ্রভাগ, জেলা নওগাঁ )।
অপর বাস ডাকাতি মামলার আসামি সোহেল রানা, পিতা আফসার আলী, গ্রাম বংপুর, থানা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ।
গত ১৫, ১৬ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার রাত্রে আড্ডা আঞ্চলিক মহাসড়কে বাস দোকান ঘর ডাকাতির পৃথক দুটি এফআইআর ৭/৮নং ১১৮/১১৯/২৫ ধারা ৩৯৫ ও ৩৯৭ মামলায় তঁদেরকে গ্রেফতার করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ অফিসার মোঃ মিন্টু রহমানের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন এবং অভিযান অব্যাহত আছে বলে তিনি প্রকাশ করেন।
আরও বলেন আমাদের টিম মাঠে কাজ করছে আমরা আরও ডাকাত দলের সদস্যকে ধরতে সক্ষম হব বললে আশা প্রকাশ করেন।