৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

আইন আদালত জাতীয় ঢাকা শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধিঃ

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে এ ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ২১৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পিএসসি সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর পর্যন্ত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ প্রার্থী। তবে অংশ নেন ৫৬ শতাংশ প্রার্থী।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। যুক্তিসঙ্গত কারণে প্রয়োজন মনে করলে কমিশন ফলাফল সংশোধনের অধিকার সংরক্ষণ করেছে বলেও জানানো হয়।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এতে অংশ নিতে পারবেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *