
বুড়িচংয়ে কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ন আহবায়কের দাফন সম্পন্ন
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ন-আহবায়ক ঢাকা মহানগর তাঁতীদলের আহব্বায়ক কাজী রেজাউল করিম রানা (৬০) লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত শুক্রবার ১৭ অক্টোবর রাতে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীনে মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহি ওয়া… রাজিউন) । মৃত্যু কালে তিনি পিতা, স্ত্রী, ২ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুণ গ্রাহী রাজনৈতিক নেতাকর্মী রেখে গেছেন।
তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর শাহ দিলার বাগ গ্রামের ডাক্তার হাজী সিদ্দিকুর রহমানের ছেলে।
উল্লেখ্য ওনার স্ত্রী কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সহ ত্রান বিষয়ক সম্পাদক শিল্পী রেজা।শনিবার বাদ আছর নিজ গ্রাম বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর শাহ দিলার বাগে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরো পড়ুনঃ
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াত আমিরের উদ্বেগ প্রকাশ
মরহুমের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং জানাজায় অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি এডভোকেট ডক্টর মুহাম্মদ মোবারক হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সাইফুল আলম, শুরা সদস্য সাবেক উপজেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট মোঃ আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, মোকাম ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন, এম আনোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহের লোকজন।