তারেক রহমান হবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী-আবুল কালাম

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

তারেক রহমান হবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী-আবুল কালাম

 

জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এক জনসভা অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো.আবুল কালাম।

এসময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান হবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সু-সংগঠিত ও উজ্জীবিত। আমাদের নেতা দ্রুত দেশে আসবেন। সকলে প্রস্তুত হোন উনাকে বরণ করার জন্য।

বিগত ফেসিস্ট সরকার গত ১৭ বছরে সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হত্যা, গুম, হামলা, মামলাসহ বিভিন্ন নির্যাতন করেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তাঁর পরিবারের সদস্যরাও হামলা মামলার হাত থেকে রক্ষা পায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা পরিকল্পিত ভাবে মৃত্যুর মুখোমুখি করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলো। আমাদের লাকসামের দুই নেতা হিরু ও হুমায়ূন কে গুম করেছে। এসব নির্যাতনের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে।

তিনি আরো বলেন, ইনশাআল্লাহ আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে ধানের শীষ প্রতীকে জয় লাভ করলে লাকসাম-মনোহরগঞ্জ দুই উপজেলায় শিক্ষা ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে মডেল উপজেলায় পরিণত করবো।

প্রধান বক্তা ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো.ইলিয়াস পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, অধ্যাপক আলী মর্তুজা, এস এম মুনসুর, ইউসুফ হারুন পাটোয়ারী, মোহাম্মদ আলী চেয়ারম্যান, আব্দুল মুনাফ, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, আবুল কাশেম, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী।

উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার নুরুল ইসলাম মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন ফরাজি, যুবদল নেতা জহিরুল ইসলাম জুয়েল ও জহিরুল ইসলাম মাসুম।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *