গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ সমাবেশ

আইন আদালত জাতীয় ঢাকা দুর্ঘটনা ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে

গৌরীপুরে বিক্ষোভ সমাবেশ

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
আজ রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকায় এক মর্মান্তিক ঘটনায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৪০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল প্রকাশ্য রাস্তায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই নির্মম হত্যাকাণ্ড এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গৌরীপুর শাখার উদ্যোগে আজ রাত ১০টা ৩০ মিনিটে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সকল সংবাদকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় একের পর এক এমন ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আস ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গাজীপুরসহ দেশের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
https://www.sangbadtoday.com/?p=1721

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *