কুষ্টিয়ার ভেড়ামারা দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত !

আইন আদালত খুলনা জাতীয় দুর্ঘটনা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুষ্টিয়ার ভেড়ামারা দুর্বৃত্তের

গুলিতে ব্যবসায়ী নিহত !

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় রিফাজুল ইসলাম (৪১) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটায় এ ঘটনায় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে মারাত্মক আহত হয়েছেন লালন মণ্ডল নামে আরেক ব্যক্তি।

নিহত রিফাজুল বাহাদুরপুর ইউনিয়নের রাইটা নতুন পাড়ার জামাত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটার নিচে শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ করে ৮-৯ রাউন্ড গুলির বিকট শব্দ হয়। এসময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা সেখানে গিয়ে রিফাজুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তার বুকে ও মুখে একাধিক গুলির চিহ্ন দেখতে পাওয়া যায়। তখন মাথায় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত লালন মণ্ডলকে উদ্ধার করে তার পরিবার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়।

আহত লালন মণ্ডল বলেন, ‘আমি এশার আযানের পর বাড়ি থেকে আমার ছেলেকে আনতে রাইটা পাথরঘাটের দিকে গিয়েছিলাম। পাথরঘাটের নিচের অংশে পৌঁছালে তার পাশের পান বরজের মধ্যে আগে থেকে অপক্ষায় থাকা ৩ জন সন্ত্রাসী বেরিয়ে আসে। তাদের ২ জনের হাতে ছোট পিস্তল আর একজনের হাতে বড় অস্ত্র ছিল।

এসময় তারা আমার পেছনে থাকা গরু ব্যবসায়ী রিফাজুলকেও ধরে ফেলে। তারা আমাকে সামনে থেকে গুলি করে। এসময় আমি চিৎকার করতে থাকি। তারা তখন রিফাজুলকে গুলি করে হত্যা করে। আমি দৌড়াতে থাকলে তারা পেছন থেকে আমাকে  গুলি করে ও এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।’

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তের হামলায় নিহত রিফাজুলের গুলিবিদ্ধ মরদেহ পুলিশ উদ্ধার করেছে। তার বুকে ও মুখে একাধিক গুলির চিহ্ন রয়েছে। পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *