গৌরীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদান

অর্থনীতি জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদান

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সহরবানু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প।
এই উদ্যোগের আয়োজক ছিলেন  ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)এর সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ডা. মো. আবদুস সেলিম।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ময়মনসিংহ মেডিকেল কলেজের ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
গাইনী, মেডিসিন, হাড়ভাঙা ও জোড়া, নাক-কান-গলা, হৃদরোগ, নিউরো, যৌন ও চর্ম, শিশু, ডায়াবেটিসসহ নানা বিভাগের রোগীরা চিকিৎসা সেবা নেন।
দিনব্যাপী এ ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ছিল জনসমাগমে মুখর; অনেকেই এই উদ্যোগকে ‘মানবিক উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করেন।
আয়োজক ডা. মো. আবদুস সেলিম বলেন, “গৌরীপুর একটি অবহেলিত জনপদ। গত ১৭ বছরে এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে রাস্তা, ব্রিজ ও কালভার্ট। আমি চাই গৌরীপুরবাসী যেন স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ন্যায্য সুযোগ পায়।”
তিনি আরও বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল লক্ষ্য। তাই গৌরীপুরবাসীর স্বাস্থ্যসেবায় কিছুটা অবদান রাখতে এই বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি।”
স্থানীয় জনগণ জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

https://www.sangbadtoday.com/?p=4146


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *