সাংবাদিক হত্যা ও মজুরি বোর্ড বাস্তবায়নের দাবীতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আইন আদালত জাতীয় তথ্যপ্রযুক্তি রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

সাংবাদিক হত্যা ও মজুরি বোর্ড বাস্তবায়নের দাবীতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শিবলী সাদিক, রাজশাহীঃ

সাংবাদিক হত্যা, মজুরি বোর্ড বাস্তবায়ন এবং চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে রাজশাহীর সকল সাংবাদিকদের উপস্থিতিতে ০১লা নভেম্বর শনিবার সকাল ১১ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এই মানববন্ধনের মাধ্যমে তারা সাগর রনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকুরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানান ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আজকের সময়ের অতি জরুরি দাবি। সাগর রনি হত্যার পর থেকে এখন পর্যন্ত সেই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে সাংবাদিকদের জন্য নির্ধারিত মজুরি বোর্ড দ্রুত বাস্তবায়ন এবং নবম ওয়েজ বোর্ডের অধীনে সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা উচিত।’’

তারা আরো দাবি করেন, ‘‘দশম ওয়েজ বোর্ড গঠন করা হোক এবং সকল সাংবাদিকদের বেতন ও সুবিধা সুষ্ঠুভাবে নির্ধারণ করা হোক। চাকুরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল না হলে কর্মক্ষেত্রে সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।’’

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান জনাব মুহা : আবদুল আউয়াল ।

 

এ ছাড়া রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল , জাতীয় ও দৈনিক পত্রিকা এবং ইলোকট্রনিক্স / অনলাইন চ্যানেলের সংবাদকর্মী ও সাংবাদিকবৃন্দ ।

 

এ সময় সভাপতি সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বার্থরক্ষার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এছাড়াও, দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান জনাব মঈনউদ্দিন সাগর রনি হত্যার প্রকৃত বিচার ও সকল হত্যাকাণ্ডের দ্রুত তদন্তের দাবি জানান এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *