দুর্নীতি ও মাদকমুক্ত লক্ষ্মীপুর গঠনে সবার সহযোগিতা চাই-জেলা প্রশাসক 

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

দুর্নীতি ও মাদকমুক্ত লক্ষ্মীপুর গঠনে সবার সহযোগিতা চাই-জেলা প্রশাসক 

‎তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ

‎লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে জেলার সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ও বিকালে জেলার জেলা প্রশাসকের হলরুমে লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এস এম মেহেদী’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সঞ্চালনায় পৃথক মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ক্যাপ্টেন (অব:) ইব্রাহিম, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবির সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিক, প্রেসক্লাবের সেক্রেটারি সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, রবিউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরমান হোসাইন প্রমুখ।

‎বক্তারা সুন্দর ও সু-শৃঙ্খল লক্ষ্মীপুর গঠনে নানা ধরনের মতপ্রকাশ করে বলেন, উন্নত লক্ষ্মীপুর গঠনে চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধের বিকল্প নাই।

এতে প্রশাসনের জোড়ালো ভূমিকা চেয়েছেন তারা। ‎জেলা প্রশাসক এস এম মেহেদী বলেন, আমাদের মাঝে মতপার্থক্য হতে পারে, তবে এটি যেনো মতবিরোধে পরিণত না হয়। সকলে নিজ পেশা থেকে স্বচ্ছ থাকলে সুন্দর লক্ষ্মীপুর গঠন করা সম্ভব।

এ সময় দুর্নীতি ও মাদকমুক্ত লক্ষ্মীপুর গঠনে জেলা বাসীর সহযোগিতা চান নবাগত জেলা প্রশাসক।

উল্লেখ্য-মঙ্গলবার সকালে (১৯ নভেম্বর) এসএম মেহেদী যোগদান করেন। বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। যোগদানের আগে তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রে পরিচালক (উপসচিব) পদে (বিপিএটিসি) দায়িত্ব পালন করেছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *