কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙ্গ রোধে এলাকাবাসীর মানববন্ধন

অর্থনীতি খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙ্গ রোধে এলাকাবাসীর মানববন্ধন

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন করেছে।

শনিবার বিকেল ৫টায় উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় নদীপাড়ে এ মানববন্ধন করে ভূক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে কোলদিয়াড় গ্রামের নীচ দিয়ে পদ্মা নদীতে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। কোলদিয়াড় থেকে হাটখোলা পাড়া বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে এ ভাঙ্গন অব্যাহত রয়েছে।

এলাকাবাসীর শঙ্কা এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে পানি উন্নয়ন বোর্ডের অধীনে পদ্মার ভাঙ্গন রোধে প্রায় ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলার চলমান প্রকল্প যেকোন মুহুর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এর ফলে শুধুমাত্র মরিচা ইউনিয়নই নয়, পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার রাইটা পাথরঘাটা থেকে দৌলতপুরের আল্লারদর্গা বাজার সংযোগ সড়ক, রাইটা-মহিষকুন্ডি বন্যা নিযন্ত্রন বাঁধ, ভুরকা-বৈরাগীরচর সড়কসহ বিস্তীর্ণ এলাকার জনজীবন হুমকির মুখে পড়বে।

পদ্মাগর্ভে বিলীন হবে এলাকার শত সহস্র মানুষের ঘরবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চলান লাইন এবং মসজিদসহ নানা স্থাপনা ও ফসলি জমি।

ভাঙ্গনরোধে দ্রুত  কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছে এবং শনিবার ভূক্তভোগী এলাকার শত শত নারী-পুরুষ পদ্মাপড়ে মানববন্ধন করে।

পদ্মা নদীর ভাঙ্গন প্রসঙ্গে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মো. রোকনুজ্জামান জানান, দুই এক দিনের মধ্যে এলাকা পরিদর্শন করে ভাঙ্গনরোধে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *