
ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি আদম ব্যপারীকে ঢাকা থেকে গ্রেফতার
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার খাইরুল আমিন নামের এক আদম ব্যপারীকে প্রতারণার অভিযোগে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি ঢয়কায় একাধিক মামলার আসামি বলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাহিনুল ইসলাম সততা নিশ্চিত করেছেন।
উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস গ্রামের মোঃ খাইরুল আমিন নামের এক আদম ব্যপারীকে প্রতারণার অভিযোগে শুক্রবার ১৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করেছে।
আরো পড়ুনঃ
জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে মোঃ ছফিউল্লাহ বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৪ জনকে আসামী করে মামলা করে, যাহার মামলা নাম্বার ৪৫ তাং ১১ সেপ্টেম্বর ।
উক্ত মামলার এজাহারনামীয় আসামিরা হলেন ব্রাহ্মনপাড়া উপজেলার চৌব্বাস গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে মোঃ খাইরুল আমিন ও তার ভাই মোঃ নেছার ও নূরুল আমিন, নূরুল আমিনের ছেলে মোঃ নাজমুল।
কোতোয়ালি মডেল থানার পুলিশ ও বাদী জানান আসামিগন ও বাদী একই গ্রামের পাশাপাশি বাড়ী লোক ১ নাম্বার আসামি মোঃ খাইরুল আমিন এলাকায় প্রচার করে ৪ নাম্বার আসামি মোঃ নাজমুল দুবাই ও সৌদি আরব থাকে বর্তমানে বাংলাদেশ অবস্থান । সে ভালো বেতনে ভালো ভিসায় দুবাই ও সৌদি আরব লোকজন নিয়ে চাকুরী দেয়।
বাদী শফিউল্লাহ আসামিদের কথা বিশ্বাস করে ১২ ডিসেম্বর ২০১৯ সালে মোঃ মহিবুল্লাহ, মোঃ হাবিব উল্লাহ, মোঃ সাম মিয়া, মোঃ জাকারিয়াকে বিদেশ নেওয়ার জন্য জন প্রতি ৮ লক্ষ করে ৩২ লক্ষ টাকা আসামীদের বাদী নগদে প্রদান করার পর আসামিগন বাদীকে লিখিত ননজুডিসিয়াল স্টাম্প প্রদান করে।
পরবর্তীতে আসামিগন বাদী লোকজনদের বিদেশ নিতে না পেরে বহু ঘুরাঘুরি করি।
এ নিয়ে এলাকায় কয়েকবার শালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে দরবারিরা আসামীদের সিদ্ধান্ত প্রদান করে আসামীদের ব্রাহ্মণপাড়া উপজেলার দেউষ মৌজায় ৪ শতক সম্পত্তি রেজিষ্ট্রেরী করে দিবে বলে আসামীর জানান।
পরবর্তীতে আসামীরা ৩০ আগষ্ট ২৫ ইং সালে বাদী মোঃ ছফিউল্লাহকে কুমিল্লা ফৌজদারি স্টেম্প বিক্রতার সামনে গাছতলার নিচে পেয়ে হত্যার হুমকি দমকি প্রদান করে। উক্ত মামলার ১ নং আসামি মোঃ খাইরুল আমিনকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা
পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাহিনুল ইসলাম সততা নিশ্চিত করে বলেন শুক্রবার রাতে ঢাকা থেকে সিটিং মামলার প্রধান আসামী খাইরুল আমিন নামের এক আদম ব্যপারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও উক্ত আসামী মোঃ খাইরুল আমিন বিগত দিনে ফ্যাসিষ্ট সরকারের প্রভাবসালী নেতা ছিলেন তার বিরুদ্ধে ঢাকা মোহাম্মদ পুর ২৭ নাম্বার আমলী আদালতে ভোলা বোরহান উদ্দিন থানার চুটিয়া গ্রামের মিজি বাড়ীর হাসমত আলীর ছেলে মোঃ আকবর বাদী হয়ে একটি সি আর মামলা করে।
যাহার মামলা নাম্বার ১৭৭/২৫ উক্ত মামলায় ১ নাম্বার আসামি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উক্ত মামলায় মোঃ খাইরুল আমিন ১৫৭ নাম্বার ও তার ভাই মোঃ নেছার ১৫৬ নাম্বার আসামি। বর্তমানে মোঃ খাইরুল আমিন এলাকায় প্রচার করত সে বিএনপির সক্রিয় সদস্য।