নিয়ামতপুরে যুবদল নেতার নেতৃত্বে সাংবাদিকের উপরে হামলা

আইন আদালত জাতীয় দুর্ঘটনা রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুরে যুবদল নেতার নেতৃত্বে সাংবাদিকের উপরে হামলা

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন যুবদল নেতা এনামুল হকের নেতৃত্বে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছে দৈনিক মানবজমিন পত্রিকার নিয়ামতপুর প্রতিনিধি শাকিল হোসেন।
 গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার ভাবিচা ইউনিয়ন গোরাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর শাকিল বাদী হয়ে নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক শাকিল হোসেন সহ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের নিয়ামতপুর সংবাদদাতা জনি আহমেদ, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির,বাংলাদেশ সমাচার নিয়ামতপুরের প্রতিনিধি এস আর সাকিল হামলার শিকার হয়।
মসজিদ সংক্রান্ত তথ্য নিতে উপজেলার ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামে যাওয়ার কিছুক্ষণের মধ্যে যুবদল নেতা এনামুল হকের নেতৃত্বে রুবেল, আব্দুলাহ, শফিকুল সহ অজ্ঞাতনামা ৫/৬ জন অতর্কিতভাবে আক্রমণ করে ক্যামেরা ভাংচুর ও জোরপূর্বক মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ফুটেজ ডিলিট করেন।
হামলার শিকার শাকিল হোসেন বলেন, আমি সহ ৩ জন সহকর্মী সংবাদের তথ্য সংগ্রহ করার জন্য গোরাই গ্রামে গিয়েছিলাম। সাক্ষাৎকার নেওয়ার সময় কোনো কারণ ছাড়াই যুবদল নেতা এনামুল হক আমাদের দেখে উত্তেজিত হয়ে ক্যামেরা ও স্ট্যান্ড ভাঙচুর করেন। আমাকে রক্ষা করতে জনি আহমেদ এগিয়ে এলে তার সঙ্গে ও ধাক্কাধাক্কি ও বিভিন্ন রকম হুমকি ধমকি দেন।
এ ঘটনার গোরাই গ্রামের আবুল কাসেম ও ইব্রাহিম খলিল বলেন, সাংবাদিকরা সাক্ষাৎকার নেওয়ার সময় হঠাৎ করে তাদের উপর আক্রমণ করেন ও ক্যামেরা ও স্ট্যান্ড ভাঙচুর করে জোরপূর্বক মোবাইল কেড়ে নিয়ে ধারনকৃত ভিডিও ফুটেজ ডিলিট করেন।
এ বিষয়ে জানতে ভিকটিম যুবদল নেতা এনামুল হকের সাথে মুঠোফোন একাধিক বার যোগাযোগ চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.sangbadtoday.com/?cat=4


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *