লাকসামে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

লাকসাম প্রতিনিধিঃ
‘‘আল্লাহ ওয়ালাদের দল হবেই সফল’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে লাকসাম পৌর অডিটোরিয়াম হল রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা দক্ষিণ জেলার আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মো. আলাউদ্দিন ছালেহীর সভাপতিত্বে ও কুমিল্লা জেলা শাখা যুব হিযবুল্লাহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম।

 

প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয় প্রফেসর (আরবি বিভাগ) ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখার সভাপতি প্রফেসর হা. মাও. ড. মুহাম্মদ রুহুল আমীন।

 

প্রধান আকর্ষণ- বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মুফতি শামছুল আলম।

বিশেষ আকর্ষণ- বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন মোস্তাফী।

 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম বক্তব্যে বলেন, এ সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন।

 

এ পবিত্র অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। আমরা এখন দেখছি ইসলামের নাম বেচে রাজনীতি করছে।

ইসলামের নাম বেচে বয়ান করছে এবং এলাকায় এলাকায় ভোট চাচ্ছে। দয়া করে আপনার এটি না করে বিএনপির পক্ষে ও ধানের শীষ মার্কায় ভোট চাইবেন আজকে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের বাবা-মা ও আত্মীয় স্বজনদের বলবেন ধানের শীষ মার্কায় ভোট দিতে। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করলাম।

 

অনুষ্ঠান ১৫০ জন ছাত্রদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা ও ২য়স্থান অধিকারী ১০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারীকে ৮ হাজার টাকা দেয়া হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *