
লালন স্মরণোৎসবে সাংবাদিকের
উপর মাদক ব্যবসায়ীদের হামলা
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
লালন স্মরণোৎসবের অনুষ্ঠান মঞ্চের পাশের দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ।
মঙ্গলবার(১৪ অক্টোবর) বেলা একটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউরিয়া লালন আখড়াবাড়ির অনুষ্ঠান প্যান্ডেলের পাশে এ ঘটনা ঘটে।
হামলায় আহত হয়ে সাংবাদিক রাজু আহমেদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার দাবি মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শী স্টার নিউজের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম জানান, দুপুরে খবরের জন্য তথ্য সংগ্রহ করতে লালন আখড়া বাড়িতে যান রাজু আহমেদ।
এ সময় মরা কালী গঙ্গা নদীর পাড়ে লালনের অনুষ্ঠানের মুক্ত মঞ্চের পাশে কিছু মানুষকে গাঁজা সেবন করছিলেন। সেই সময় রাজু তার মুঠোফোনে ভিডিও ধারণ করছিল। গাঁজা সেবনকারীরা বিষয়টি টের পেয়ে রাজুর উপর হামলার চেষ্টা করেন। এ সময় রাজু দৌড়ে পালিয়ে আসেন।
আরো পড়ুনঃ
পরে তিনজন রাজুর পিছু নেন। সংবাদকর্মী রাজু দৌড়ে প্যান্ডেলের পাশে আসলে দুজন যুবক তার ওপর হামলা চালায়। তাকে বেধড়ক মারপিট করে। এ সময় সেখানে থাকা অন্য সংবাদকর্মীরা প্রতিরোধ করলে হামলাকারীরা পালিয়ে যান।
আহত সাংবাদিক রাজু আহমেদ বলেন, লালন স্মরণোৎসবের প্রস্তুতির সংবাদ সংগ্রহ করতে আখড়াবাড়িতে গিয়েছিলাম।
এ সময় মূল মঞ্চ থেকে প্যান্ডেলের ছবি ও ভিডিও ধারণ করছিলাম। হঠাৎ করেই কয়েকজন আমার উপর হামলা চালায়। হামলাকারীরা সবাই মাদকব্যবসায়ী ছিল।
হামলায় কানে আঘাত প্রাপ্ত হয়েছি। জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও করেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান,বিষয়টি জানার পরপরই পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের তৎপরতা শুরু করেছে। শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আগামী ১৭,১৮ ও ১৯ অক্টোবর কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসবের অনুষ্ঠান।