রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

আইন আদালত জাতীয় রাজনীতি রাজশাহী শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

সংবাদদাতাঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আরো পড়ুনঃ

সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলা সেই ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে অব্যাহতি !

 

বিক্ষোভ মিছিলে ‘রাকসু নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘এক দফা এক দাবি, ১৫ তারিখে রাকসু দিবি’, ‘রাকসু আমার  অধিকার, না দিলে তুই স্বৈরাচার’, ‘সিন্ডিকেট না রাকসু, রাকসু, রাকসু’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ প্রভৃতি স্লোগান দেয় সংগঠনটির নেতারা।

এসময় রাবি শাখার ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন,’একটি দলের দালালি করতে গিয়ে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এই নির্বাচন কমিশনকে দিয়ে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন ২৮ তারিখে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে।আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের অনেক বড় উৎসব দুর্গাপূজো শুরু হয়ে যাবে। এসময় নির্বাচন হলে আমাদের সনাতনী ভাই ও বোনেরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা।  বিশ্ববিদ্যালয় যে ৩- ৪ হাজার সনাতনী শিক্ষার্থী রয়েছে তাদের অংশগ্রহণ ছাড়া এ নির্বাচন কখনোই সম্পন্ন হতে পারে না। বর্তমান নির্বাচন কমিশন একটি মাত্র দলের দালালি করতেছে। রাকসু নির্বাচনকে পেছানোকে সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি।১৫ তারিখেই আমরা রাকসু নির্বাচন চাই।’

বিক্ষোভ মিছিলে সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *