
সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলা সেই ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে অব্যাহতি !
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসন আজ রবিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনা ঘটে নৌকাডুবির তিন বছর পূর্তি উপলক্ষে বোদা উপজেলার করতোয়া নদীর আওলিয়া ঘাটে। ২০২২ সালের সেপ্টেম্বরে মহালয়া উপলক্ষে শতাধিক যাত্রী বহনকারী নৌকা ডুবে ৭১ জনের মৃত্যু হয়ে ছিল। এই দিনে ৬–৭ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য নদীর ঘাটে যান।
সাংবাদিকদের অভিযোগ, ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমান তাদের নদী পার হতে বাধা দেন। নৌকায় মোটরসাইকেল পারাপার হচ্ছিল, কিন্তু সাংবাদিকরা নদী পারাপারে বাধা পান।
সাংবাদিকরা প্রশ্ন তুললে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, আপনি আল জাজিরার সাংবাদিক হন, আর যেই সাংবাদিক হন, তাতে আমার যায় আসে না। যেতে পারবেন না।
পরে সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা সন্ত্রাসী”। এ সময় শতাধিক লোকের সামনে সাংবাদিকদের অপমান করার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।