
টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন- ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ দগ্ধ-৫
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আগুনে দগ্ধ হয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক জান্নাতুল নাঈম এবং ফায়ার সার্ভিসের কর্মী মো. শামীম (৪৫), মো. নূরুল হুদা (৪৫), মো. জয় হাসান (২৫) ও পথচারী বাবু (২০)।
https://www.sangbadtoday.com/?p=3382
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জাহান সংবাদটুডে.কম কে জানান, আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের সবাই ৮০ শতাংশ দগ্ধ হয়েছেন।