
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসুর মতবিনিময়-
২টি হল নির্মাণের প্রস্তাব
নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর কাছে আরও দুটি নতুন হল নির্মাণের প্রস্তাব দিয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) চীনা দূতাবাসে এক মতবিনিময় সভায় নবনির্বাচিত ডাকসু নেতারা এই প্রস্তাব দেন।
সভায় ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন।
আলোচনায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আরো পড়ুনঃ
টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন- ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ দগ্ধ-৫
আলোচনায় উল্লেখ করা হয় যে, ৫ হাজার ছাত্রী ধারণক্ষমতাসম্পন্ন চায়না-বাংলাদেশ মৈত্রী হল-এর নির্মাণকাজ এ বছরের মধ্যেই শুরু হবে। ডাকসু নেতাদের নতুন দুটি হল নির্মাণের প্রস্তাবকে চীনা রাষ্ট্রদূত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং আশ্বাস দেন যে, দ্বিতীয় ধাপে চীন এই প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে।
এছাড়াও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, ক্রীড়া, শিক্ষা, গবেষণা, বৃত্তি এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে চীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকবে। সভা শেষে উভয় পক্ষ একে অপরের কাছে স্মারক উপহার বিনিময় করে।