
শাজাহানপুরে ২০ পিস ট্যাপেন্টাডল
ট্যাবলেটসহ আটক-২
মনোয়ার, শাজাহানপুরঃ
বগুড়া জেলার শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ ছাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার চোপীনগর ইউনিয়নের কামারপাড়া হাটে আসামি মোঃ আব্দুর রাজ্জাক শুকটু এর চায়ের দোকানে হতে মোঃ আব্দুর রাজ্জাক শুকটু (৬১) এবং মোঃ আঃ রাজ্জাক সরকার (৬০) কে ২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
আটককৃত আব্দুর রাজ্জাক শুকটু কামারপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে এবং মোঃ আব্দুর রাজ্জাক সরকার একই গ্রামের আব্দুল বাছেদ সরকারের ছেলে।
আসামি আব্দুর রাজ্জাক সরকারের বিরুদ্ধে পূর্বেও শাজাহানপুর এবং বগুড়া সদর থানায় ৭টি এবং আব্দুর রাজ্জাক শুকটু এর বিরুদ্ধে শাজাহানপুর থানায় ১টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ)। তিনি জানান, আটককৃত আসামি দ্বয়ের নিকট থেকে ১০ পিচ করে মোট ২০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।