
সোনাইমুড়ীতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যােগে দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ, মৎস্য পোনা অবমুক্ত করণসহ, বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৪ ঘটিকের সময় সোনাইমুড়ী রেল পার্কিং মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌর বিএনপির সাবেক আহবায়ক মোতাহের হোসেন মানিক, সাবেক উপজেলা বিএনপি’র সদস্য সচিব দিদার হোসেন দিদার, সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়েরাব্বি মাহবুব, এডভোকেট খলিলুর রহমান খলিল, এডভোকেট সেলিম শাহী, এডভোকেট মাহমুদুল হাসান তুহিন, সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাসুদুল আলম ফরহাদ, মাসেদুর রহমান, দেলোয়ার হোসেন পিন্টু, আবুল মনসুর সেলিম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নূর হোসেন খন্দকার, উপজেলা যুবদলের সদস্য সচিব ওমর শরীফ সোহাগ, পৌর যুব দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.শহীদুল্লাহ লিটন, পৌর কৃষকদলের আহবায়ক এম এ মিলন, পৌর যুবদলের ১নং যুগ্ন আহবায়ক মো.মোস্তফা মিটন,যুগ্ন আহবায়ক মো.শিফন, মো.কবির, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র সাহা, সাবেক সোনাইমুড়ী সরকারী কলেজ ছাত্রদল সভাপতি মো.ইসমাইল হোসেন,মো. রুবেল ভূঁইয়া।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনি, সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম।
৭নং বজরা ইউনিয়ন বিএনপির সবেক সাংগঠনিক সম্পাদক ও বজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আখতারুজ্জামানসহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।